বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কলেজের ছাত্রদের হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রলীগ। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের একটি সূত্র জানায়, সভাপতি মিরাজুল ইসলাম গ্রুপ ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার বিকেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে ধাওয়াপাল্টা-ধাওয়া শুরু হয়। এ সময়...

